ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অস্ট্রেলিয়ার ভারত সফরের দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
অস্ট্রেলিয়ার ভারত সফরের দল ঘোষণা  ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফর শেষে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে অজিরা। দলে ভ্রাত্য হয়ে পড়া অলরাউন্ডার জেমস ফকনার ডাক পেয়েছেন।

ইনজুরির কারণে বাংলাদেশ ট্যুর মিস করছেন অজি পেস তারকা মিচেল স্টার্ক। প্রত্যাশার চেয়ে ধীর গতিতে সেরে ওঠায় ভারতেও তার যাওয়া হচ্ছে না।

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ১টি টেস্ট খেলা হিল্টন কার্টরাইট ও পেসার জেসন বেহরেনডর্ফের টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার সুযোগ রয়েছে।

টি-২০ সাইডে উইকেটরক্ষক হিসেবে ম্যাথু ওয়েডের জায়গা নিয়েছেন টিম পেইন। এছাড়াও ১৩ সদস্যের টিমে ডাক পেয়েছেন অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান, যিনি দলের হয়ে সবশেষ ২০১৪ সালে খেলেছিলেন।

ফকনারের সঙ্গে ১৪ সদস্যের ওডিআই স্কোয়াডে ফিরেছেন স্পিন অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার নাথান কোল্টার নাইল। বলা বাহুল্য, গত এপ্রিলে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারান এক সময়ের নিয়মিত মুখ ফকনার। গত জুনে চ্যাম্পিয়নস ট্রফির দলেও সুযোগ মেলেনি। এবার তার সামনে নিজেকে নতুন করে প্রমাণের চ্যালেঞ্জ।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়ার ভারতের সফরের ব্যাপ্তি। পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ সূচি এখনো অফিসিয়ালি প্রকাশ করা হয়নি।

ভারত সফরের আগে স্মিথ-ওয়ার্নারদের সামনে বাংলাদেশের কন্ডিশনে দু্ই ম্যাচের টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে। চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ ম্যাচ ৪ সেপ্টেম্বর থেকে।

ওয়ানডে স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, হিলটন কার্টরাইট, নাথান কোল্টার নাইল, প্যাট্রিক কামিন্স, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, নাথান কোল্টার নাইল, প্যাট্রিক কামিন্স, অ্যারন ফিঞ্চ, ট্র্যাভিস হেড, ময়েজেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন (উইক), কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।