ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

টানা চার জয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
টানা চার জয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে চট্টগ্রাম আবাহনী। ৩-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে বন্দর নগরীর দলটি।

শনিবার (১২ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই দাপট ধরে রেখে খেলতে থাকে চট্টগ্রামের দলটি। কাদায় ভেজা মাঠে কোনোভাবেই সুবিধা আদায় করে নিতে পারেনি শেখ রাসেল।

একমাত্র গোলেও ছিল না নিজেদের কোনো কৃতিত্ব। চট্টগ্রাম আবাহনীর এলিসন উডোকার আত্মঘাতী গোলে জালের দেখা পেয়েছে শেখ রাসেল। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমগতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর হয়ে জোড়া গোল করেন নাইজেরিয়ান আফিজ ওলাওলে ওলাডিপো। বাকি গোলটি করেন তৌহিদুল আলম সবুজ।

১১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ওলাডিপো। ৫২তম মিনিটে উডোকার আত্মঘাতী গোলে সমতায় ফেরে শেখ রাসেল। ৭৩তম মিনিটে ফের এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ওলাডিপো ম্যাচে নিজের দ্বিতীয় ও লিগে নিজের তৃতীয় গোল করেন। আর ৮২ মিনিটের মাথায় বাকি গোলটি করেন সবুজ। লিগে এটি সবুজের চতুর্থ গোল, যা এখন পর্যন্ত গোলদাতাদের তালিকায় শীর্ষে। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমটানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া শেখ রাসেলের পয়েন্ট ৪।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad