[x]
[x]
ঢাকা, রবিবার, ৭ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

বিসিএলে চার দলের কেউ জেতেনি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১২ ৮:২৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) শনিবার (১২ আগস্ট) দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় নবাগত দল নোফেল ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

পরের ম্যাচে একই মাঠে মুখোমুখি অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব ও টিএন্ডটি ক্লাব। দুটি ম্যাচে কেউ জেতেনি। দুটি ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে।

নোফেল তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। ২-০ গোলে হারিয়েছিল ফেনী সকার ক্লাবকে। অন্যদিকে অগ্রণী ব্যাংকও তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। হারিয়েছিল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। এদিকে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল টিএন্ডটি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। তাদের ম্যাচটি ড্র হয়েছিল।

শনিবার নোফেল ও অগ্রণী ব্যাংকের সঙ্গে ড্র করায় দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে তারা। অন্যদিকে নোফেল ও অগ্রণী ব্যাংক ২ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৩ পয়েন্ট করে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa