ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

রাতে বজ্রবিদ্যুতের জীবনের শেষ দৌড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
রাতে বজ্রবিদ্যুতের জীবনের শেষ দৌড় ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ নিয়ে শেষ করতে পারেননি উসাইন বোল্ট। তবে স্বর্ণ নিয়েই ক্যারিয়ার শেষ করার সুযোগ জ্যামাইকান কিংবদন্তির সামনে। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার রিলেতে সেরা হয়েই ফিরতে চাইছেন স্প্রিন্ট স্টার। জীবনের শেষ দৌড়ের আগে আরেকবার ট্র্যাকে নেমেছিলেন বোল্ট।

সাধারণত ৪x১০০ মিটার রিলের হিটে দৌড়ান না বোল্ট। কিন্তু শনিবার (১২ আগস্ট) লন্ডন স্টেডিয়ামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দেশকে ফাইনালে তুলতে নেমেছিলেন বোল্ট।

লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪x১০০ মিটার রিলের ফাইনালে উঠেছে বোল্টের জ্যামাইকা দল। বোল্টের ক্যারিয়ারের শেষ দৌড় দেখতে হলে বাংলাদেশ সময় রাত ২টা ৫০ মিনিটে চোখ রাখতে হবে লন্ডনের ট্র্যাকে। সেই ফাইনালে শেষবারের মতো ট্র্যাকে নামবেন আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট।

লন্ডন স্টেডিয়ামে ৩৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছে জ্যামাইকা। শেষ লেগে দৌড়ে দলকে ফাইনালে তুলেছেন বোল্ট। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ৪x১০০ মিটার রিলের ফাইনালে উঠেছে।

ফাইনালে ১০০ মিটারের মতো এবারো ১০০ মিটার রিলে রেসে বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্রের দুই স্প্রিন্টারের কাছে হেরে যান তিনি। জাস্টিন গ্যাটলিন আর ক্রিশ্চিয়ান কোলম্যান অপ্রত্যাশিত ভাবে স্বর্ণ আর রুপা জেতেন ১০০ মিটারে। এবার ১০০ মিটার রিলে রেসের লড়াই। বোল্টের সতীর্থদের মধ্যে একমাত্র ইয়োহান ব্লেক ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিকের মতো বড় মঞ্চে পদক জেতার অভিজ্ঞতা জ্যামাইকার রিলে রেসের দলে আর কারও নেই। যেটা জ্যামাইকার জেতার ক্ষেত্রে বিরাট বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এর আগে জ্যামাইকার গতিদানব ১০০ মিটারে ক্যারিয়ারের শেষ এককে পরাজিত হন চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকান দৌড়বিদ জাস্টিন গ্যাটলিনের কাছে। ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডধারী বোল্ট ট্র্যাক ছাড়েন ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় হয়ে। গত ৫ আগস্ট লন্ডনে আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন গ্যাটলিন। ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে ক্রিস্টিয়ান কোলম্যান জিতেছেন রৌপ্য। আর সেই ট্র্যাকে বোল্ট মাঠ ছাড়েন ৯.৯৫ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়ে।

১০০ মিটারে অলিম্পিকে ৩টি স্বর্ণপদকের অধিকারী একমাত্র বোল্ট। এছাড়া ২৩টি গুরুত্বপূর্ণ স্বর্ণ পদক জিতেছেন এই সদাআমুদে অ্যাথলেট। জয়ের পর ‘বো’ করে বোল্টের উদযাপন বিশ্বখ্যাত। ৩০ বছর বয়সী সাড়ে ৬ ফুট উচ্চতার বোল্ট মাত্র ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে বিশ্বরেকর্ড করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।