ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন চান্দিমাল ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। অসুস্থতা কাটিয়ে পূর্ণ ফিটনেস নিয়ে ফিরেছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। গল টেস্টে আঙুলে চোট পাওয়া রঙ্গ‍না হেরাথকে নিয়ে শঙ্কা থাকলেও ১৬ সদস্যের স্কোয়াডে তাকে রাখা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গল টেস্টে খেলতে পারেননি চান্দিমাল। তার জায়গায় অধিনায়কত্ব করা অভিজ্ঞ হেরাথ দ্বিতীয় ইনিংস চলাকালীন আঙুলের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।

পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি। এর আগে প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে চিড় ধরায় ম্যাচ থেকেই ছিটকে যাওয়া আসিলা গুনারত্নের সিরিজই শেষ হয়ে যায়।

ইনজুরিজর্জর টেস্টে ৩০৪ রানের বিশাল ব্যবধারে হারের লজ্জায় ডোবে লঙ্কানরা। ঘরের মাঠে স্বাগতিক শিবিরের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। চান্দিমাল ফেরায় তাদের আত্মবিশ্বাসে যোগ হয়েছে বাড়তি মাত্রা।

এক বছরের অধিক সময় পর টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন লাহিরু থিরিমান্নে। গুনারত্নের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি। স্পিনার বাঁহাতি লক্ষণ সান্দাকানকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে, পিঠের সমস্যার কারণে ছিটকে গেছেন পেসার সুরাঙ্গা লাকমল।

আগামী ৩ আগস্ট (বৃহস্পতিবার) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

শ্রীলঙ্কা স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক) অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, দিমুথ করুণারত্নে, নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুস্কা গুনাথিলাকা, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, মালিন্ডা পুষ্পকুমারা, লক্ষণ সান্দাকান, লাহিরু থিরিমান্নে ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।