ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

গুজব পিছু ছাড়ে না আমিরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
গুজব পিছু ছাড়ে না আমিরের ছবি: সংগৃহীত

স্পট ফিক্সিংয়ের অপরাধে দীর্ঘ দিন নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। ধারাবাহিকভাবে ক্রিকেটের মাঠে দ্যূতি ছড়িয়ে গেলেও গুজব তার পিছু ছাড়ছে না।

এবারের গুজব, পাকিস্তানের এই পেসার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন! সীমিত পরিসরে বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাঁহাতি এ পেসার!

তবে, এই তারকা পেসার ভক্তদের এমন গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন। সাফ জানিয়েছেন, এগুলো বিভ্রান্তি ছড়ানো খবর।

এমন কোনো সিদ্ধান্ত এখনও নেইনি। আপনারা ভিত্তিহীন এমন খবরে কান দেবেন না।

গত মে মাসে আমিরের টেস্ট ছাড়ার চিন্তা-ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। আমির সেগুলো নিয়ে কোনো কথা না বলায় সামাজিক যোগাযোগমাধ্যম সহ গণমাধ্যমেও চাউর হয় আমিরের ঘটনা সত্যি। অবশেষে মুখ খুলেছেন আমির। নিজের ভবিষ্যত নিয়ে বাঁহাতি এই পেসার জানালেন, ‘আমাকে নিয়ে এমন খবর ছড়ানোয় আমি সত্যিই বিস্মিত হয়েছি। আমার কোনো ধারণা নেই কারা এগুলো ছড়াচ্ছে। সব বানোয়াট খবর থেকে আমার ভক্তদের দূরে থাকার অনুরোধ করছি। আমি জানি না কারা এমন সব ভিত্তিহীন খবর প্রকাশের পেছনে কলকাঠি নাড়ছেন। ’

আমির তার ভক্ত-সমর্থকদের শঙ্কা দূর করে জানিয়েছেন ক্রিকেটের তিন ফরমেট চালিয়ে যাবেন, ‘এরকম হাস্যকর একটি গল্পের পিছনে যার হাত থাকুক না কেন, আমি এখনও ফিট, শক্তিশালী আর সামর্থ্যবান আছি। কোনো ফরমেট থেকে অবসর নেওয়ার কোনো চিন্তা আমার নেই। আমি যতদিন ফিট আছি ততদিন তিন ফরমেটেই খেলা চালিয়ে যাব। ’

তাহলে এমন খবর ছড়ালো কীভাবে? এর ব্যাখ্যায় আমির জানান, ‘আমি আসলে বলেছিলাম ক্রিকেটার হিসেবে প্রত্যেকের নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখা উচিত। আর এই বক্তব্যই কেউ হয়তো পাল্টে দিয়েছে। বলেছে- আমি টেস্ট ক্রিকেট ছাড়তে চাই। যেটা পুরোপুরিই মিথ্যা। আমি যতদিন ফিট আছি, খেলে যেতে চাই। ’

নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর ক্রিকেটে ফেরা আমির সাদা পোশাকে ১৪ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৪৩ উইকেট। এর জন্য কঠিন পরিশ্রমই করতে হয়েছে বলে জানালেন আমির, ‘আমি ফিরেছি প্রায় ১৮ মাস হলো। আমার মনে হচ্ছে আমি যেই পরিশ্রম করেছি, তারই ফলাফল এখন দেখতে পাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।