ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে চান্দিমালের ফেরায় আশাবাদী লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
দ্বিতীয় টেস্টে চান্দিমালের ফেরায় আশাবাদী লঙ্কানরা ছবি: সংগৃহীত

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালকে ছাড়াই মাঠে নামতে হবে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে একটা শঙ্কা থাকলেও তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজার আসানকা গুরুসিনহা।

অসুস্থতার কারণে বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চান্দিমাল। তার দ্রুত সেরে ওঠার প্রত্যাশা করছে লঙ্কান শিবির।

কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনো ১১ দিন বাকি। এর মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে গুরুসিনহা বলেন, ‘দ্বিতীয় টেস্টের জন্য চান্দিমালের ফিট পাওয়ার ব্যাপারে আমরা ডাক্তারদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করছি। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্ট সামনে রেখে তাকে হারানোটা বড় আঘাত। ডাক্তাররা তার রিপোর্ট দেখেছে এবং আমাদের জানিয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। ’

জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ থেকেই শ্রীলঙ্কা টিমের ওপর দিয়ে যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, লক্ষণ সান্দাকান ও সুরাঙ্গা লাকমল এতে আক্রান্ত হয়েছেন এবং পর্যাপ্ত বিশ্রামের পর খেলায় ফেরেন তারা। ওয়ানডে স্কোয়াডে না থাকা চান্দিমাল একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে এই ফ্লু’র শিকার হন।

চান্দিমালের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজেও হেরাথ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি অ্যাঞ্জেলো ম্যাথিউস তিন ফরমেটেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর টেস্ট নেতৃত্ব ওঠে চান্দিমালের কাঁধে।

চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয় দিয়ে এ ফরমেটে অধিনায়ক হিসেবে অভিষেক হয় চান্দিমালের। কিন্তু অসুস্থতাজনিত কারণে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং সিরিজের শুরুতেই তাকে দলের বাইরে থাকতে হচ্ছে।

আগামী ২৬ জুলাই (বুধবার) প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে চান্দিমালবিহীন শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১১টায়। কলম্বোয় ৩ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট ও পাল্লেকেলেতে ১২ আগস্ট মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচ।

টেস্টের পর পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ রয়েছে। যথাক্রমে ২০, ২৪, ২৭, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর ওডিআই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর একমাত্র টি-টোয়েন্টি।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad