ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিদেশি অস্ত্রে সজ্জিত হচ্ছে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
বিদেশি অস্ত্রে সজ্জিত হচ্ছে কুমিল্লা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আসন্ন বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে চলতি বছরের নভেম্বর মাস থেকে। এরইমধ্যে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় কিছুটা দেরীতে হলেও দল সাজানোর কাজে হাত দিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের গত দুই মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে প্রথমবারের মতো ২০১৫ আসরে শিরোপাও জিতে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

তবে সুবিধা করতে পারেনি পরের আসরে। এবার নতুন আইকন তামিম ইকবালকে নিয়ে এগুতে চায় দলটি।

একই সঙ্গে বিপিএলের পঞ্চম আসরে দলটির কোচের ভূমিকায় দেখা যাবে কুমিল্লার ঘরের ছেলে মোহাম্মদ সালাউদ্দিনকে। তামিম ইকবালকে দলে পেয়ে উচ্ছ্বসিত দলটির নতুন কোচ সালাউদ্দিন, তামিম শুধু দেশসেরা ওপেনারই নয়, বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজন। তাকে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত। ’

তিনি আরও জানান, ‘হারানো মুকুট ফিরে পেতে আমরা এবার দলে ভিড়িয়েছি মোহাম্মদ নবী, শোয়েব মালিক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কলিন মুনরো, ফাহিম রহমান, ইমরান খান জুনিয়রকে। ’

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad