[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৩ অগ্রহায়ণ ১৪২৪, ১৭ নভেম্বর ২০১৭

bangla news

ঘুরে দাঁড়িয়ে হার এড়ালো টাইগ্রেসরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৬:১৪:০৭ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল বিভিন্ন দেশে প্রস্তুতি ম্যাচ খেলছে। এর আগে চীন, জাপান ও সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলেছে সানজিদা-কৃষ্ণারা। চূড়ান্ত প্রস্তুতি নিতে বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

দক্ষিণ কোরিয়া সফরের তৃতীয় প্রস্তুতি ম্যাচে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। হাওয়াচিওন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাই স্কুলের মেয়েদের সঙ্গে ২-২ ড্র করে কৃষ্ণা-মার্জিয়ারা।

২৭তম মিনিটে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকরা ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয়। তবে, সানজিদার গোলে কোচ গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান কমায়। এর পাঁচ মিনিট পর শামসুন্নাহার সমতায় ফেরায় টাইগ্রেসদের।

আগামী বুধবার ওজু মিডল স্কুলের বিপক্ষে চতুর্থ ও শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশের মেয়েরা।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা হার মানে ৬-০ গোলে। তবে পরের ম্যাচে ওজু মিডল স্কুলের বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। জয় তুলে নেয় ৯-০ ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa