[x]
[x]
ঢাকা, সোমবার, ৩ বৈশাখ ১৪২৫, ১৬ এপ্রিল ২০১৮

bangla news

বিজয়ের জায়গায় ধাওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৫:১৩:৫৩ পিএম
শিখর ধাওয়ান / ছবি: সংগৃহীত

শিখর ধাওয়ান / ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টেস্ট সিরিজের দলে ফিরলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ছিটকে গেছেন মুরালি বিজয়। কব্জির ইনজুরিতে পড়ায় বিজয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন ধাওয়ান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, একটি প্রাকটিস ম্যাচ খেলতে গিয়ে বিজয়ের পুরোনো কব্জির ব্যথা ফিরে আসে। যা তাকে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাইরে রাখছে। গত হোম সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কব্জির ইনজুরিতে পড়েছিলেন বিজয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বিজয়ের ইনজুরি নিয়ে বোর্ডের মেডিকেল বোর্ড কাজ করবে। তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হারদিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa