ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

জয়পুরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
জয়পুরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলা জয়পুরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

জয়পুরহাট: জয়পুরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ জুলাই) বিকেল ৫টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ ও প্রশাসন এ খেলার আয়োজন করে।

ফাইনাল খেলায় শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ২-০ গোলে তেঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এছাড়া দ্বিতীয় পর্বের খেলায় কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৩-০ গোলে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন- সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও সগুনা গুপিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।