ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ক্যারিবীয়ান টেস্ট দলে ফিরলেন রোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ক্যারিবীয়ান টেস্ট দলে ফিরলেন রোচ ক্যারিবীয়ান টেস্ট দলে ফিরলেন রোচ-ছবি:সংগৃহীত

দেড় বছরের বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরলেন ফাস্ট বোলার কেমার রোচ। আগামী ১৭ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন আরও দুই নতুন মুখ।

সদ্য ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া কাইল হোপ এবার সাদা পোশাকেও খেলার অপেক্ষায়। অন্যদিকে গায়ানার ফাস্ট বোলিং অলরাউন্ডার রেমন রেইফারও দলে সুযোগ পেয়েছেন।

ক্যারিবীয়দের গত পাকিস্তান সিরিজ দল থেকে বাদ পড়েছেন শুধুমাত্র ব্যাটসম্যান ভিশাল সিং। তিনি ছয় ইনিংসে মাত্র ৩২ রান করেছিলেন।

এর আগে রোচ ২০১৬ সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট খেলেছিলেন। তবে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েন। কিন্তু সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে ফিরে এলেন।

এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে সফর করবে। যেখানে এজবাস্টনে প্রথম টেস্টে প্রথমবারের মতো দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করবে ইংলিশরা। হেডেংলি ও লর্ডসে শেষ দুটি টেস্ট অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জারমেন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমিয়ার, কাইল হোপ, শাই হোপ, আলজেরারি জোসেফ, কাইরন পাওয়েল, রেমন রেইফার, কেমার রোচ।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।