ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ভারোত্তোলন রেফারি ও খেলোয়াড় প্রশিক্ষণ কোর্স শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
ভারোত্তোলন রেফারি ও খেলোয়াড় প্রশিক্ষণ কোর্স শুরু ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার (১৫ জুলাই) থেকে ভারোত্তোলন রেফারি ও খেলোয়াড় প্রশিক্ষণ কোর্স ২০১৭ শুরু হয়েছে।

ভারোত্তোলন ফেডারেশনের জিমনেসিয়ামে এর উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব অশোক কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু।

ফেডারেশনের সহসভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মকবুল আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফেডারেশনের যুগ্মসম্পাদক শাহ্ জালাল মুকুল।

দ্বিতীয় পর্বের রেফারি ও খেলোয়াড় প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে আগ্রহীদের আগামী ১০ আগস্টের মধ্যে ফেডারেশন কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

এদিকে রেফারি ও খেলোয়াড় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাসিক বৃত্তির অর্থ প্রদান করেন এআরকে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মো: আতিকুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ১৫ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।