ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

টেনিস

রাউন্ড ফোরে মারে-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
রাউন্ড ফোরে মারে-নাদাল অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। রাউন্ড ফোরের অপেক্ষায় টেনিসের আরেক দুই সেনসেশন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। দু’জন ইতোমধ্যেই তৃতীয় রাউন্ডে পা রেখেছেন।

চার সেটের ঘাম ঝরানো জয় পেয়েছেন ঘরের ছেলে ‍মারে। ইতালির ফাবিও ফোগনিনির বিপক্ষে প্রথম সেটে ৬-২ গেমে জিতলেও পরেরটিতে মুদ্রার উল্টো পিঠ দেখেন ব্রিটিশ আইকন।

হেরে যান ৪-৬ গেমে। তৃতীয় সেটে স্বরূপে ফিরে সমর্থকদের ৬-১ গেমের দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন।

চতুর্থ সেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও ফোগনিনির শেষ রক্ষা হয়নি। ৭-৫ গেমের জয় নিয়ে কোর্ট ‍ছাড়েন মারে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ ফ্রান্সের বেনোইত পেইরি।

অপর ম্যাচে সরাসরি সেটের জয় উদযাপন করেন নাদাল। রাশিয়ান তরুণ কারেন কাচানোভার বিপক্ষে তৃতীয় সেটটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যা নিষ্পত্তি হয় টাইব্রেকারে ৭-৬ (৭-৩) গেমে। আগের দুই সেট জেতেন ৬-১, ৬-৪ গেমে। পরের রাউন্ডে স্প্যানিশ তারকার সামনে লুক্সেমবার্গের গিলেস মুলার।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।