ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ঈদে তেতুলিয়া যাবেন ধনুক কন্যা হিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ঈদে তেতুলিয়া যাবেন ধনুক কন্যা হিরা ঈদে তেতুলিয়া যাবেন ধনুক কন্যা হিরা

এ বছরের জানুয়ারিতে আর্চারিতে আন্তর্জাতিক স্বর্ণ জয় করে দেশে আলোড়ন ফেলে দিয়েছিলেন ধুনক কন্যা খ্যাত হিরা মনি। দেশসেরা এই ধনুকবাজ এবারে ঈদের ছুটিতে থাকবেন নিজ বাড়ি উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে।

বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাতকারে ঈদ ভাবনা ও ভবিষ্যত চিন্তার কথা জানালেন এই স্বর্ণজয়ী তারকা।

চার বোনের মধ্যে তৃতীয় হিরা মনি।

ঈদের আগের দিন গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানিয়েছেন হিরা। মা-বাব আর বোনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি। হিরা জানান, ‘২৫ তারিখে ঠাকুরগাঁওয়ে যাবো। চার বোন মিলে ঘুরবো। পঞ্চগড়ের তেতুলিয়া যাওয়ার চিন্তা আছে। ’

...ঈদের পরেই সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হবে। সেজন্য ভর্তি কোচিংও করছেন। বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ভর্তি প্রস্তুতির বিষয়ে জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেব। প্রস্তুতি চলছে। ভর্তি কোচিংয়েও প্রস্তুতি নিচ্ছি। ’

ঈদের পর ঢাকায় ফিরে পড়ালেখার পাশাপাশি আগামী নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে প্রস্তুত করবেন হিরা, ‘আমাদের সবাই প্রস্তুতি নিচ্ছে। আমিও ঢাকায় ফিরে প্রস্তুতি নেয়া শুরু করবো। ভালো কিছুই করবো ইনশাল্লাহ। ’

...উল্লেখ্য, হীরা মনি এ বছর জানুয়ারি মাসে আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্টে মাওলানা ভাসানী স্টেডিয়ামে রিকার্ভ বোয়ের ইভেন্টে স্বর্ণ লাভ করে তাক লাগিয়ে দেন। আন্তর্জাতিক অঙ্গনে পঞ্চমবারের মতো অংশ নিয়েছেন। এর আগে দুবার অংশ নিয়েছেন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। খেলেছেন এসএ গেমস ও বিশ্বকাপ বাছাইয়ে। কিন্তু কোনো টুর্নামেন্টেই নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১০ সালে বিকেএসপিতে আর্চারিতে সুযোগ পান। এরপর ২০১৩ সালের বাংলাদেশ গেমসে মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। গত বছর জাতীয় প্রতিযোগিতায় দলগত সোনা জিতেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২৫ জুন, ২০১৭
জেএইচ/এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।