ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

শেকড়ের টানে নড়াইলে মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
শেকড়ের টানে নড়াইলে মাশরাফি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইলঃ বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, জাতীয় ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখন নড়াইলে। পিতামাতা, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও নড়াইলে ভক্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জন্মস্থান নড়াইলে এসেছেন।

২৫ জুন (রবিবার) সকালে তিনি নড়াইলে পৌঁছান। নড়াইলে এসে তার মা-বাবার সাথে দেখা করতে প্রথমে শহরের মহিষখোলাতে নিজের বাড়িতে যান।

পরে সেখানে বাবা মায়ের সাথে কুশল বিনিময় করে শহরের আলাদাপুরে মামার বাড়ি আসেন।

মাশরাফি নড়াইলে এসেছেন বিষয়টি জানাজানি হলে সকাল থেকেই শহরের আলাদাপুর মামা বাড়িতে ফরিদপুর, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্নস্থান থেকে মাশরাফির ভক্তরা আসতে শুরু করেছেন। প্রিয় মাশরাফিকে এক নজর দেখার জন্য মামার বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, মাশরাফি দেশে থাকলে প্রতি বছরই নড়াইলে ঈদ করেন। এ বছরও ঈদের আনন্দ নড়াইলের মানুষের সাথে ভাগাভাগি করতে ভোরে এসে নড়াইলে পৌঁছেছে। তার  জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৫ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।