ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

বাবার বাড়িতেই ঈদ আনন্দ জলকন্যা শিলার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বাবার বাড়িতেই ঈদ আনন্দ জলকন্যা শিলার মাহফুজা খাতুন শিলা

গত বছরের মার্চে সেনাবাহিনীর শাহজাহান আলীর সঙ্গে বিয়ে হওয়ায় এবার ঈদ করার কথা ছিল শ্বশুরবাড়ি চাপাইনবাবগঞ্জে। তবে একটি কারণে বাবার বাসায় ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এসএ গেমসের স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শিলা। যশোরের অভয়নগরে নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন এই জলকন্যা।

মায়ের অসুস্থতার কারণে এবার বাবার বাসায় ঈদ করছেন তিনি। বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘আম্মা একটু অসুস্থ।

আম্মার অসুস্থতার কারণে বাবার বাড়িতে ঈদ করার সুযোগ হয়েছে। খুব শিগগিরই আম্মাকে ভারতে নিয়ে যাবো। ’

তবে, বাবার বাসায় ঈদ করার আনন্দকে লুকোতে পারলেন না শিলা, ‘ঈদ মানেই তো অন্যরকম আনন্দ। বাবার বাসায় ঈদ করাটাও অন্যরকম আনন্দের। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে ঈদ করার কথা ছিল। ’

..আরেকটি সুসংবাদ এবার শিলার ঈদকে আরও মহিমান্বিত করেবে বলে জানান তিনি, ‘সেরা সাঁতারুর খোঁজে’ এই প্রোগ্রামে দেশের সেরা ৬০ জন মেয়ের মধ্যে জায়গা করে নিয়েছে আমার বোন মেঘলা আহমেদ তোহা। বোনের সাফল্যের খবরে ঈদটা আরও স্পেশাল হয়ে যাচ্ছে। সে সেরা-৬০ এর মধ্যে আছে। সে আমাদের পুরো পরিবারকে উপহার দিচ্ছে। এইটা অন্যরকম ভালো লাগা। বড় আপু উপহার দেবে। আমার স্বামীর থেকেও উপহার পাবো। সব মিলিয়ে বিয়ের পর বাবার বাসায় ঈদ করবো এজন্য ভালো লাগছে। ’

বোন আর বাবা-মাকে নিয়েই ঈদের আনন্দ ভাগাভাগি করবেন শিলা। বাড়ির আশেপাশেই বোনের সঙ্গে ঘুরতে বের হবেন বলেও জানান তিনি।

ঈদের পর ১ জুলাই নৌবাহিনীতে যোগদান করবেন। হাঙ্গেরিতে আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেবেন। শিলা জানিয়ে রাখলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে হাঙ্গেরিতে। আগামী মাসের ২০ তারিখে আমরা যাবো। প্রাকটিস করার খুব বেশি সুযোগ হয়নি। অসুস্থতা আবার এবারের ঈদ। খুব বেশি প্রাকটিস করা হয়নি। আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তো খুব বেশি আশা করা যায় না। ভালো টাইমিং করাটাই আশা। যদি বেস্ট টাইমিংটা করতে পারি, তাহলে সাফ গেমসের জন্য ভালো প্রস্তুতি নেয়া হবে। ’

.উল্লেখ্য, মাহফুজা খাতুন শিলা স্বর্ণজয়ী মহিলা সাঁতারু। ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ২০১৬ দক্ষিণ এশীয় গেমসে ৫০ মি: ও ১০০ মি: ব্রেস্টস্ট্রোকে দুটি স্বর্ণপদক অর্জন করেন তিনি। যশোর জেলার অভয়নগর উপজেলায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলী আহমদ গাজী এবং মায়ের নাম করিমন নেছা। দুই ভাই তিন বোনের মধ্যে মা-বাবার চতুর্থ সন্তান তিনি।

বাংলাদেশের জলকন্যা খ্যাত এই তারকার জনপ্রিয় ইভেন্ট ৫০ মিটার ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক। ২০১০ দক্ষিণ এশীয় গেমসে তিনি ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুটি রৌপ্য পদক জয় করেন। শিলা সাধারনভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে, ২০১৬ দক্ষিণ এশীয় গেমসে তিনি একই ইভেন্ট ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ পদক জেতেন। তার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের সময় ছিল ৩৪.৮৮ সেকেন্ড, যা দক্ষিণ এশীয় গেমসের নতুন রেকর্ড।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ২৪ জুন, ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad