ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

হারুন কোচ, তবে কেন বিদেশি কোচ?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ২০, ২০১৭
হারুন কোচ, তবে কেন বিদেশি কোচ? ছবি: সংগৃহীত

জার্মান কোচ অলিভার কার্টজের বিদায়ের পর মাহবুব হারুনকে চারদিন হলো নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনে (বাহফে)। চলতি বছরের আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির জন্য তাকে নেয়া হয়েছে।

একজন কোচ থাকাবস্থায় আরও একজন বিদেশি কোচের সন্ধানে মাঠে নেমেছে হকি ফেডারেশন। মাহবুব হারুনকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার পরও কেন বিদেশি কোচ?

বাহফের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানালেন, 'সামনে এশিয়া কাপ।

বড় আসর। এই আসরে চীন, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানের মতো বড় দেশগুলো অংশ নেবে। তাই প্রস্তুতিটা জোরদার হওয়া দরকার। '

এজন্য এশিয়ান হকি ফেডারেশনকেও জানিয়েছে ফেডারেশন। সূত্রটি থেকে আরও বলা হয়, 'আমরা এশিয়ান হকি ফেডারেশনকে জানিয়েছি একজন ভালোমানের কোচ দেয়ার। তবে এশিয়া কাপের আগে ভালো কোচ পাওয়া মুশকিলই হবে। '

আরও জানানো হয়, ‘তবে মাহবুব হারুনের উপর আস্থা রেখেছে ফেডারেশন, হারুন খারাপ করবে না আশা করি। এর আগেও তো হারুন কোচ ছিলেন। তিনি বেশ ভালো করছেন। এশিয়া কাপ বাংলাদেশের জন্য কঠিন হবে। এবারে এশিয়া কাপে বিশ্বের বড় ও শক্তিশালী দলগুলোই অংশ নিচ্ছে। কঠিন পরীক্ষা হবে দেশের জন্য। আমাদের খেলাটা হবে সম্মান বাঁচানোর খেলা। '

এদিকে বহিষ্কার কোচ অলিভার কার্টজ ঢাকায় ফিরে এসে তাকে বাদ দেয়ার কারণ জানতে চেয়েছেন। ফেডারেশনের সঙ্গে বিভিন্ন সময় সমস্যা হয়েছিল এই কোচের। শেষে ফেডারেশনকে না বলে জার্মানে চলে যাওয়া নিয়ে বাদ পড়েন তিনি।

ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলেই কোচ বদলানোর সিদ্ধান্ত এসেছে বলে জানা যায়। অলিভারকে ফের কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে বলা হয়, 'সভাপতিকে বলে দিয়েছি কি কি সমস্যা হচ্ছে অলিভারের সঙ্গে। এখন সভাপতি চাইলে আবার তাকে নিয়োগ দিতে পারে। আমরা আমাদের কথা বলেছি। '

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২০ জুন, ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।