![]() ছবি:সংগৃহীত |
কনফেডারেশন কাপে শুরুটা ভালো করতে পারলো না পর্তুগাল। ইউরো চ্যাম্পিয়নদের ২-২ গোলে রুখে দিয়েছে কনকাকাফের শিরোপাধারী মেক্সিকো। ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগিজরা দু’বার এগিয়ে গেলেও ইনজুরি সময়ে হেক্টর মোরেনোর গোলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।
এদিন রাশিয়ার কাজান অ্যারেনায় খেলতে নামে দু’দল। তবে ম্যাচের ৩৪ মিনিটে রিকার্ডো কোয়ারেসমা গোল করে পর্তুগালকে এগিয়ে নেন। কিন্তু জাভিয়ার হার্নান্দেজ ৪২ মিনিটে গোল করে মেক্সিকোকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে পর্তুগালের হয়ে ৮৬ মিনিটে লিড নেন সেদ্রিক। কিন্তু ইনজুরি সময়ে মোরেনো গোল করে ইউরো চ্যাম্পিয়নদের স্বপ্ন ভঙ্গ করান। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া। আর ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে চিলি।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমএমএস