ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সর্বোচ্চ রানে ধাওয়ান, উইকেটে হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
সর্বোচ্চ রানে ধাওয়ান, উইকেটে হাসান সর্বোচ্চ রানে ধাওয়ান, উইকেটে হাসান-ছবি:সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উদযাপন করলো পাকিস্তান। এরই মধ্যে এবারের আসরের পর্দা নামলো। যেখানে ১৮০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় সরফরাজ আহমেদের দল।

এ আসরে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অবশ্য পুরোনো প্রথা অনুযায়ী ব্যাটিংয়ে ভারত ও বোলিংয়ে পাকিস্তানের দাপট অব্যাহত ছিল।

এ আসরে ফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ খেলেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সবচেয়ে সফল ব্যাটসম্যান মধ্যে একজন বাঁহাতি এ ব্যাটসম্যান এ আসরে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করে সর্বোচ্চ ৩৩৮ রান করেছেন। তার ব্যাটিং গড় ৬৭.৬০।

সেরা পাঁচে অন্য ব্যাটসম্যানরা হলেন, রোহিত শর্মা (৩০৪, ৫ ম্যাচ), তামিম ইকবাল (২৯৩, ৪ ম্যাচ), জো রুট (২৫৮, ৪ ম্যাচ), বিরাট কোহলি (২৫৮, ৫ ম্যাচ)।

এদিকে বোলিংয়ে পাকিস্তানের আনকোড়া পেসার হাসান আলী এ আসরে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ফাইনাল সহ মোট পাঁচ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন এ ডানহাতি। তার সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট।

সেরা পাঁচে অন্য বোলাররা হলেন জস হ্যাজেলউড (৯, ৩ ম্যাচ), জুনায়েদ খান (৮, ৪ ম্যাচ) লিয়াম প্ল্যাঙ্কেট (৮, ৪ ম্যাচ), আদিল রশিদ (৭, ৩ ম্যাচ), ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad