ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

এই অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো কাজে দেবে: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এই অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো কাজে দেবে: মাশরাফি ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫০ দিনের সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা। আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে রানার-আপ হওয়ার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনাল খেলেছে বাংলাদেশ। শনিবার সকালে দেশে ফেরে মাশরাফি বাহিনী।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন দলপতি মাশরাফি। সেখানে তিনি ২০১৯ সালের বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বকাপ পর্যন্ত ভালো পারফরম্যান্সের ধারা বজায় রাখতে চান টাইগার ক্যাপ্টেন। ২০১৯ সালের বিশ্বকাপ হবে ইংল্যান্ডের মাটিতেই। মাশরাফি মনে করছেন এবারের অভিজ্ঞতা কাজে দেবে ভবিষ্যতে।

দেশে ফিরে মাশরাফি জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলেছি, অবশ্যই ভালো লেগেছে। আমরা বড় সুযোগ পেয়েছিলাম, সেটা কাজে লাগাতে না পারাটা আমাদের জন্য হতাশার। আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াতে হবে। প্রতিটি বড় ম্যাচেই মানসিকভাবে শক্তিশালী হতে হবে। এবারের এই অভিজ্ঞতা ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ভালো কাজে দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর তরুণদের জন্য শেখার প্লাটফর্ম ছিল। তরুণরা এবার যা শিখেছে তার প্রতিফলন পাবে বাংলাদেশ। দুই বছর পর আরও পরিণত হবে ওরা। ’

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে গত ২৭ এপিল ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যায় টাইগাররা। সেখানে আয়ারল্যান্ডের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পায় বাংলাদেশ। রানার্সআপ হওয়ার পাশাপাশি প্রথমবারের মতো র্যাংকিংয়ে ছয়ে ওঠে আসে মাশরাফি বাহিনী।

বাংলাদেশের এই উন্নতির গ্রাফ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাশরাফির কণ্ঠেও তাই, ‘এখানেই শেষ নয়। এখন উন্নতির সময়। সামনে আরও বড় টুর্নামেন্ট বা সিরিজ আছে। সেগুলোয় ভালো করাটা এখন গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আরো অনেক বড় সুযোগ আসবে, যেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারব। তরুণদের জন্য এসব টুর্নামেন্ট সহজ নয়। তাদের আরও উন্নতি করতে হবে। হয়তো প্রত্যাশা অনুযায়ী তারা ভালো খেলেনি। তবে ওদের ভালো ভবিষ্যৎ আছে। ২০১৯ বিশ্বকাপে তারা আরও দায়িত্ব নিয়ে খেলতে পারবে। আশা করি, আমরা বিশ্বকাপে ভালো করব। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৭ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।