[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ২৭ অগ্রহায়ণ ১৪২৪, ১২ ডিসেম্বর ২০১৭

bangla news

ছয় বছর পর ডব্লুটিএ স্ট্যানফোর্ডে শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৭ ১১:১৩:১৫ এএম
ছয় বছর পর ডব্লুটিএ স্ট্যানফোর্ডে শারাপোভা-ছবি:সংগৃহীত

ছয় বছর পর ডব্লুটিএ স্ট্যানফোর্ডে শারাপোভা-ছবি:সংগৃহীত

ডব্লুটিএ স্ট্যানফোর্ড ইভেন্টে ডাক পেলেন মারিয়া শারাপোভা। তিনি সদ্যই ফিরেছেন নির্বাসন কাটিয়ে। উইম্বলডনে খেলার ছিলো তবে চোট পুরোপুরি সেরে না ওঠায় নাম তুলে নিতে বাধ্য হয়েছেন। যা নিয়ে হতাশ ছিলেন তিনি। তবে এই আমন্ত্রণ মন ভালো করে দিতে পারে তার।

আগামী মাসের শেষেই হবে এই টুর্নামেন্ট। বুধবারই ঘোষণা হয়েছে এই টুর্নামেন্টের সূচি। ৩১ জুলাই থেকে ৬ অগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট। টুর্নামেন্ট আয়োজকরা রাশিয়ান তারকাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিচ্ছে। ছ’বছর পর আবার এই টুর্নামেন্টে খেলবেন মারিয়া শারাপোভা। 

পরে সুযোগ শারাপোভা বলেন, ‘আমি সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।’ 

এদিকে সাবেক এক নম্বর টেনিস নারী ভিক্টোরিয়া আজারেঙ্কাও খেলবেন শারাপোভার সঙ্গে।

২০১৬র অস্ট্রেলিয়ান ওপেনের সময় নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়ে নির্বাসিত হয়েছিলেন তিনি। দু’বছর নির্বাসন দেওয়া হলেও তা পরে কমিয়ে ১৫ মাস করে দেওয়া হয়। আর সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলার ইচ্ছে থাকলেও ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়নি তাকে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১৭ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa