ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

রিয়াল ‘মেশিন’ রোনালদোই জিতবেন ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
রিয়াল ‘মেশিন’ রোনালদোই জিতবেন ব্যালন ডি’অর ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়নস লিগ জেতায় এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও পরিষ্কার ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের সাবেক সতীর্থ হুগো আলমেইদা তো বলেই দিয়েছেন, বর্ষসেরা স্বীকৃতি সিআর সেভেন’র হাতেই উঠবে।

রোনালদোর সামনে লিওনেল মেসির সমান রেকর্ড পাঁচবার ব্যালন ডি’অর জেতার হাতছানি! বার্সেলোনার জার্সিতে ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা হারানোর পর কেবল কোপা দেল রের ট্রফি উঁচিয়ে ধরেন আর্জেন্টাইন আইকন।

একদিক থেকে অবশ্য রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি।

লিগে সর্বোচ্চ গোলস্কোরের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলেও ‘গোল্ডেন বুট’ অ্যাওয়ার্ড পুনরুদ্ধার করেছেন বার্সার প্রাণভোমরা। কিন্তু, আরেকটি অবিস্মরণীয় মৌসুম কাটানা রোনালদোর হাতেই ব্যালন ডি’অর দেখছেন আলমেইদা।

পাঁচ বছরের খরা কাটিয়ে রিয়ালকে লিগ শিরোপা এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন পর্তুগিজ সেনসেশন। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে (৪-১) জোড়া গোল করে মেসিকে টপকে টপস্কোরারের (১২টি) আসনে বসেন। এ নিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে রেকর্ড টানা পাঁচ মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরের পুরস্কার জেতেন ৩২ বছর বয়সী রোনালদো।

গোলস্কোরিংয়ে দুর্দান্ত একটি মৌসুম পার করেন মেসি। সব মিলিয়ে ৫২ ম্যাচে প্রতিপক্ষের জালে ৫৪ ‍বার বল পাঠান (লিগে ৩৪ ম্যাচে ৩৭)। রোনালদোর নামের পাশে ৪৬ ম্যাচে ৪২ (লিগে ২৯ ম্যাচে ২৫)।

তা সত্ত্বেও দলীয় সাফল্যে রোনালদোর সামনে মেসির অর্জন যেন ম্লান! স্বদেশী সুপারস্টার পঞ্চম ব্যালন ডি’অর জিতবেন বলেই দৃঢ়বিশ্বাস আলমেইদার, ‘অবশ্যই সে (রোনালদো) ব্যালন ডি’অর জিতবে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে। আপনি আরো কী চাইতে পারেন? কোনো সন্দেহ নেই যে, সে ব্যালন ডি’অর জিতবে। ’

অসাধারণ একটি মৌসুম পার করলেও এখনো ‍মাদ্রিদে কিছু সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে। এ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার রোনালদো। বিষয়টি ব্যথিত করেছে আলমেইদাকে, ‘এটা অন্যায্য। কারো কাছে তার আর কিছু প্রমাণ করার নেই। প্রতি বছরই সে দুর্দান্ত কিছু করছে, রেকর্ড গড়ছে। মানুষ মনে করছে, পিছিয়ে যাবে কিন্তু তা ভুল প্রমাণ হচ্ছে। সে আরও অধিক শক্তিশালী হয়ে উঠছে। রোনালদো বিশ্বের সেরা... সে একটি মেশিন। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।