ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

মেসির হোটেলে থাকতে খরচ হবে ২৫০ থেকে ৩০০ ইউরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুন ৯, ২০১৭
মেসির হোটেলে থাকতে খরচ হবে ২৫০ থেকে ৩০০ ইউরো ছবি:সংগৃহীত

বিলাসবহুল হোটেলের মালিক হলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। কাতালুনিয়া শহরের নিকটে বিচ টাউনে চার-তারকা একটি হোটেল কিনেছেন তিনি। সম্প্রতি এই হোটেলটির নামকরণ করা হয় ‘এমআইএম’।

স্প্যানিশ সংবাদমাধ্যম থেকে জানা যায়, ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই হোটেলটি কিনেছেন মেসি। যেখানে রয়েছে ৭৭টি লাক্সারী রুম।

এই হোটেল থেকে খুব কাছেই রয়েছে সমুদ্র। এমনকি হোটেল থেকে সমুদ্র পাড়ের বিচ দারুণ দেখায়। হোটেলটি বার্সেলোনা থেকে ৪০ কিলোমিটার দূরে। ২০১৩ সালে তৈরি হোটেলটিতে প্রতি রাতে থাকতে হলে খরচ করতে হবে ২৫০ থেকে ৩০০ ইউরো।

এদিকে মেসি তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুকরণ করছেন। যেখানে রিয়াল মাদ্রিদ উইঙ্গার ইতোমধ্যে চারটি হোটেলের মালিক হয়েছেন। এই হোটেলগুলো হলো ফানচাল, লিসবন, মাদ্রিদ ও নিউইয়র্কের মতো নামি শহরে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।