ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অভিজ্ঞতায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন বেলিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৭
অভিজ্ঞতায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন বেলিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চ্যাম্পিয়নস ট্রফির কঠিন গ্রুপে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। সে যাই হোক, অভিজ্ঞতার দিক থেকে অন্য টিমগুলোর চেয়ে মাশরাফিদের এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম।

আগামী ১ জুন (বৃহস্পতিবার) উদ্বোধনী ম্যাচেই ইংলিশদের মোকাবেলা করবে টাইগাররা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

তার আগে এই গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন সাকিব-তামিম-মুশফিকরা।

মঙ্গলবার (৩০ মে) নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দু’দিন আগের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কোরবোর্ডে ৩৪১ রান তুলেও শেষদিকের বাজে বোলিংয়ে জেতা খেলাটা হাতছাড়া হয়। ফাহিম আশরাফ (৩০ বলে ৬৪) ও ‍হাসান আলীর (১৫ বলে ২৭) ৯৩ রানের (৬.৫ ওভার) অভাবনীয় অবিচ্ছিন্ন জুটিতে দুই উইকেটের নাটকীয় জয় পায় পাকিস্তান।

ভুলত্রুটি শুধরে মূল পর্বে নিজেদের আরও সেরাটা দিতে মুখিয়ে লাল-সবুজের জার্সিধারীরা। বেলিমও বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী, ‘এটা সত্য যে আমরা খুবই কঠিন গ্রুপে। কিন্তু আপনি দেখেন অন্য যেকোনো টিমের চেয়ে আমাদের দলটি বেশি অভিজ্ঞ। একটা সময় সবাই বলতো আমাদের অভিজ্ঞতা নেই। কিন্তু এখন এটা সম্পূর্ণ ভিন্ন। ’

‘আমাদের দলে কিছু সিনিয়র খেলোয়াড় আছে যারা ১০ বছর ধরে খেলছে। ইংলিশ কন্ডিশনও তাদের জন্য খুব বেশি কঠিন হবে না। কিছু প্লেয়ার এই কন্ডিশনের সঙ্গে পরিচিত এবং টুর্নামেন্টে এটি আমাদের বাড়তি সুবিধা। ’

শ্রীলঙ্কা দলের সঙ্গে বাংলাদেশের তুলনা টানেন বেলিম যারা ১৯৯৬ বিশ্বকাপ জিতেছিল, ‘আমাদের টিমের দিকে তাকান, আমরা এমন একটা পর্যায়ে অাছি যেটা শ্রীলঙ্কা ১৯৯৬ সালের আগে ছিল। তারা অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য করেছে এবং পরের বছরই বিশ্বকাপ জিতেছে। ’

‘আমাদের সামনেও ইংলিশ কন্ডিশনে নিজেদের শক্তিমত্তা দেখানোর সুবর্ণ সুযোগ রয়েছে। নিজেদের মাটিতে অথবা উপমহাদেশে কতটা ভালো তা কোনো বিষয় না, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় কতটা ভালো সেটিই গন্য করা হবে। ’-যোগ করেন বেলিম।

২০১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য চ্যাম্পিয়নস ট্রফিকে বাংলাদেশের সেরা উপলক্ষ মনে করছেন বেলিম, ‘আমরা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এখন ইংল্যান্ডে। আমরা যদি ভালো ফলাফল নিয়ে আসতে পারি, উদাহরণস্বরূপ বললে চ্যাম্পিয়নস অথবা রানার্সআপ হিসেবে আবির্ভাব হলে নতুন লেভেলে আমাদের উত্থান হবে। এরপর পরবর্তী বিশ্বকাপেও আমাদের সুযোগ থাকবে। ’

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ২৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।