ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমের দিকে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ২৭, ২০১৭
চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমের দিকে তাকিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির আগে ফর্মের তুঙ্গে তামিম ইকবাল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

র‌্যাংকিংয়ের ছয়ে ওঠার আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে নামবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সে দল হিসেবে ছন্দে টাইগাররা। বিশেষ করে ওপেনার তামিম ইকবালের কথা আলাদাভাবে বলতেই হয়।

সবশেষ বার্মিংহামের এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচেই (২৭ মে) সেঞ্চুরি উদযাপন করেছেন তামিম। ৩০ মে লন্ডনের কেনিংটন ওভালে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

এই গ্রাউন্ডেই চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে (১ জুন) ইংল্যান্ডকে মোকাবেলা করবে মাশরাফির দল।

ফর্মের ‍তুঙ্গে থাকা তামিমের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। একটি পরিসংখ্যানে (আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগ পর্যন্ত) ওপেনারদের ব্যাটিং গড়ে ডেভিড ওয়ার্নার ও মার্টিন গাপটিলের পরেই তামিমের অবস্থান।

২০১৫ বিশ্বকাপ থেকে চলতি বছরে ১০ মে পর্যন্ত ২৪ ম্যাচে (২৩ ইনিংস) ৫৬.৩৩ গড়ে ১১৯০ রান করেছেন তামিম। অস্ট্রেলিয়ান সেনসেশন ওয়ার্নারের ৬৫.৪৮ ও নিউজিল্যান্ড তারকা গাপটিলের ব্যাটিং গড় ৫৬.৮৯।

এ সময়ের মধ্যে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৮ বছর বয়সী তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন ৮ বার। অর্থাৎ, আগের ১৪০ ইনিংসে চারটি শতক উদযাপন করেছেন এ বাঁহাতি ড্যাশিং ওপেনার।

বোঝাই যাচ্ছে, গত দু’বছরে তামিম কতটা পরিণত। ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন বড় ইনিংস। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সাফল্যে ভিত হিসেবে কাজ করবেন তিনি।

তামিমের সবশেষ যে ২৩টি ইনিংস খেলেছেন তার মধ্যে ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। যেখানে তামের ব্যাটিং গড় ৭৬.৮৩। অন্য ম্যাচগুলোতে মাত্র ২২.৬৬। তাইতো বলাই যায, তামিম ব্যাটিংয়ে জ্বলে উঠলেই সাফল্য ধরা দেবে বাংলাদেশের হাতে!

আয়ারল্যান্ডের মাটিতে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেকে ঝালিয়ে নেন তামিম। বাংলাদেশের সর্বোচ্চ রানস্কোরারও (৪ ম্যাচে ১৯৯) তিনি। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে আসে লাল-সবুজের জার্সিধারীরা। ডাবলিনে অনুষ্ঠিত ২৪ মে’র ম্যাচটিতে ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তামিম।

চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় ইভেন্টে বাংলাদেশকে ভালো করতে হলে তামিমকেও এগিয়ে আসতে হবে। কাজটি খুব ভালোভাবেই করে যাচ্ছেন দেশসেরা এ ওপেনার।

এখন পর্যন্ত ১৬৯টি ওয়ানডেতে তামিমের ব্যাট থেকে এসেছে ৩৩.৪৩ গড়ে ৫৪৫০। ৮টি সেঞ্চুরির পাশাপাশি অর্ধশতক হাঁকিয়েছেন ৩৬ বার। ক্যারিয়ার সেরা ইনিংস ১৫৪।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ২৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।