ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

ইতালির বিপক্ষে সুয়ারেজকে পাচ্ছে না উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ইতালির বিপক্ষে সুয়ারেজকে পাচ্ছে না উরুগুয়ে লুইস সুয়ারেজ/ছবি: সংগৃহীত

লুইস সুয়ারেজের মৌসুম শেষ! নিষেধাজ্ঞার কারণে তাকে ছাড়াই কোপা দেল রের ফাইনাল খেলতে হবে বার্সেলোনাকে। সঙ্গে যোগ হয়েছে হ্যামস্ট্রিং ইনজুরি। জাতীয় দল উরুগুয়ের পরবর্তী দুই ম্যাচে ছিটকে গেছেন ত্রিশ বছর বয়সী এ ফরোয়ার্ড। অন্তত ১৫ দিন থাকবে হবে খেলার বাইরে।

আগামী ৪ জুন প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মাঠে নামবে সুয়ারেজবিহীন উরুগুয়ে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১১ টায়।

তিনদিন পর (বুধবার দিবাগত রাত পৌনে ১ টায়) নিসে ইতালির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ।

ট্রেনিং সেশনে ডান পায়ের পেশির সমস্যায় ভোগেন সুয়ারেজ। পুরো ফিট হয়ে ফিরতে দু্ই সপ্তাহের অধিক সময় লাগতে পারে। এ মৌসুমে বার্সার হয়ে সব মিলিয়ে ৫১ ম্যাচে গোল করেছেন ৩৭টি (৩৫টি লিগ ম্যাচে ২৯)।

ট্রফিহীন বার্সার সামনে ২০১৬-১৭ মৌসুমে প্রথম শিরোপা জেতার হাতছানি! কোপা দেল রের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া থেকে আর মাত্র একটি জয় দূরে কাতালানরা। এটিই হবে কোচ হিসেবে লুইস এনরিকের বিদায়ী ম্যাচ। শনিবারের (২৭ মে) ফাইনালে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সা।

অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় হাইভোল্টেজ ফাইনাল শুরু হবে। অ্যাতলেতিকোর বিপক্ষেই সেমির দ্বিতীয় লেগে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন সুয়ারেজ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ২৬ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।