ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ভিন্ন ম্যাচে আবাহনী-মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
ভিন্ন ম্যাচে আবাহনী-মোহামেডানের জয় আবাহনীর জয়ের নায়ক লিটন দাশ-ছবি:সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ভিন্ন ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া জয় উৎসব করেছে প্রাইম দোলেশ্বরও।

বিকেএসপিএর ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ডার্কওয়ার্থ-লুইস পদ্দতিতে ৬০ রান হারায় আবাহনী। নির্ধারিত ৪৭ ওভারে নামা ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে দলটি।

সর্বোচ্চ ৮৫ রান আসে ফর্মের তুঙ্গে থাকা লিটন দাশ। জবাবে ৪৩.৩ ওভারে ২৭৩ রান করে সবকটি উইকেট হারায় প্রাইম ব্যাংক।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দারুণ লড়াই শেষে ৭ রানের জয় পায় মোহামেডান। নির্ধারিত ৫০ ওভার শেষে দলটি ৮ উইকেট হারিয়ে ৩২৪ রান করলে, প্রতিপক্ষ শক্তিশালী গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলতে সমর্থ হয়। মোহামেডানের হয়ে ৯২ রান করা রনি তালুকদার ম্যাচ সেরা হন।

এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে ডার্কওয়ার্থ-লুইস পদ্দতিতে শেখ জামালের বিপক্ষে ৪০ রানের জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে নির্ধারিত ৪৬ ওভারে দোলেশ্বর ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করে। জবাবে ৪২.২ ওভার সবকটি উইকেট হারিয়ে ২৫১ রান করে জামাল।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad