ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
উইকেটের অপেক্ষায় বাংলাদেশ ছবি:সংগৃহীত

ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ ছয়ে ওঠার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে করছে বাংলাদেশ। তবে শুরুতেই ব্রেকথ্রু এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু এরপর সহজ ব্যাটিংয়ে দলীয় শতক পূরণ করে কিউইরা।

এ প্রতিবেন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে অপরাজিত আছেন টম ল্যাথাম (৬১) ও নেইল ব্রুম (৪৪)।

দলীয় চতুর্থ ওভারের চতুর্থ বলে মোস্তাফিজুর রহমানকে তুলে মারেন লুক রনকি। তবে ব্যাটে ঠিক মতো না লাগায় ক্যাচ সহজেই লুফে নেন সাকিব আল হাসান।  

এর আগে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ডাবলিনে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে খেলতে নেমেছে দু’দল।

আয়ারল্যান্ডের ডাবলিনে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখায় ৪ উইকেটের জয় পায় তারা। সে যাই হোক, দু’দলই ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে জয় দিয়ে সিরিজ শেষ করতে চোখ রাখছে।

র্যাংকিং বিবেচনায় এ ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। জিতলেই শ্রীলঙ্কাকে হটিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসবে লাল-সবুজের জার্সিধারীরা। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়াটাও অনেকটাই নিশ্চিত হয়ে যাবে (এ বছরের ৩০ সেপ্টেম্বরের র্যাংকিংয়ে শীর্ষ আটে থাকতে হবে)।

আইরিশদের বিপক্ষে সবশেষ ম্যাচে আট উইকেটের দাপুটে জয়ে নিউজিল্যান্ড ম্যাচের আগে যোগ হয় বাড়তি আত্মবিশ্বাস। অন্যদিকে, স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়েই নিজেদের শেষ ম্যাচে সিরিজ নিশ্চিত করে নেয় কিউইরা। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপভোগ করবেন দর্শকরা।

বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারানোর চ্যালেঞ্জ জয় করতে চায় টিম বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরের পর থেকে চারটি ম্যাচেই হার মানতে হয়। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও মুখোমুখি হবে দু’দল। তাই এ ম্যাচটি জিততে পারলে নিশ্চিতভাবেই মাশরাফিদের মনোবল বেড়ে যাবে বহুগুণ।

নিউজিল্যান্ডের কয়েকজন আইপিএল তারকা টিমে ফিরেছেন।  আইরিশদের বিপক্ষে সবশেষ ম্যাচে দেখা যায় ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে ও কোরে অ্যান্ডারসনকে। যেখানে ১৯০ রানের দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা।

অন্যদিকে, বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন হয়েছে। আগের ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাঞ্জামুল ইসলামের জায়গায় নাসির হোসেন সুযোগ পেয়েছেন। গত বছরের অক্টোবরের পর দলে ঢুকলেন এই ব্যাটিং অলরাউন্ডার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: লুক রনকি, টম ল্যাথাম (অধিনায়ক), নেইল ব্রুম, রস টেইলর, কোরে অ্যান্ডারসন, কলিন মুনরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতেন প্যাটেল।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘন্টা, ২৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।