ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে আবাহনী ছবি: সংগৃহীত

ফেডারেশন কাপের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ঢাকা আবাহনী। এরপর এএফসি কাপে খেলতে মালদ্বীপে যায় তারা। এর মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাব গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ খেলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে।

১-০ গোলে সেই ম্যাচে হেরে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যায় নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাবের। কিন্তু এক চিলতে আশা বেঁচে ছিল তাদের জন্য।

সেটা হলো শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা যদি আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে দিতে পারে তাহলে সাইফ স্পোর্টিংও শেষ আটে খেলার সুযোগ পাবে। কিন্তু সেটি আর হয়নি।

সোমবার (২২ মে) ফেডারেশন কাপে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনী। এই ম্যাচে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দ্রাগো মামিচের শিষ্যরা। আর গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ আটে স্থান করে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী পেয়েছে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ ব্রাদার্স ইউনিয়নকে। আর মুক্তিযোদ্ধা পেয়েছে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স। আর শনিবার মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ রহমতগঞ্জ।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে গোলের দেখা পেতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আবাহনীকে। ২৯ মিনিটের মাথায় আবাহনীর রুবেল মিয়া গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে আবাহনী যেমন গোল ব্যবধান বাড়াতে পারেনি, তেমনি মুক্তিযোদ্ধাও পারেনি ব্যবধান কমাতে। ফলে রুবেল মিয়ার গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ২২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।