ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

রিয়ালকেই সেরা বলছেন ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মে ২২, ২০১৭
রিয়ালকেই সেরা বলছেন ইনিয়েস্তা লা লিগার শিরোপা জেতায় রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়েছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা/ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা জেতায় রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়েছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। এ মৌসুমে নিজেদের চেয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সেরা মানছেন স্প্যানিশ আইকন। মৌসুমের শেষ দিনে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে জিনেদিন জিদানের শিষ্যরা।

ন্যু ক্যাম্পে এইবারের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। মালাগার মাঠে রিয়াল হারলেই কেবল কাতালানদের হাতেই শিরোপা থাকতো।

সেই সুযোগ দেননি রোনালদোরা। ২-০ গোলের জয়ে পাঁচ বছরের শিরোপা খরা কাটায় গ্যালাকটিকোরা। বার্সার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে (৯৩) থেকেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ পুনরুদ্ধার করে।

ইনিয়েস্তার চোখে শিরোপাটা রিয়ালেরই প্রাপ্য ছিল, ‘ভালো, আমরা জিতেছি (মৌসুমের শেষ ম্যাচ)। আমরা নিজেদের কাজটা করেছি, কিন্তু রিয়াল মাদ্রিদ আমাদের চেয়ে ভালো ছিল। এটা (লিগ শিরোপা) আমাদের হাতে ছিল না। তাদেরকে অভিনন্দন। ’

বিদায়ী মৌসুমে কোচ লুইস এনরিক এখনো মর্যাদাপূর্ণ ট্রফি জেতার সুযোগ পাচ্ছেন। আগামী সপ্তাহে (২৭ মে) কোপা দেল রের ফাইনালে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সা। এর মধ্য দিয়ে ২০১৬-১৭ মৌসুম শেষ করবে কাতালানরা।

এনরিককে ট্রফি উপহার দিতে চান ইনিয়েস্তা, ‘লুইস এনরিক যা করেছেন তার জন্য সবাই কৃতজ্ঞ। আমরা যতটা সম্ভব দুর্দান্তভাবে মৌসুম শেষ করতে আলাভেসের বিপক্ষে লড়াই করবো। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।