ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

ব্যাট হাতে ম্যাজিশিয়ান, বোলিংয়ে সন্দেহভাজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২০, ২০১৭
ব্যাট হাতে ম্যাজিশিয়ান, বোলিংয়ে সন্দেহভাজন ছবি: সংগৃহীত

এবারের আইপিএলে ব্যাট হাতে মাতিয়েছেন কলকাতার ওপেনার হিসেবে দায়িত্ব পালন করা ওয়েস্ট ইন্ডিজের তারকা সুনীল নারাইন। তবে, তার বোলিং অ্যাকশন নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।

ভারতের সাবেক তারকা ক্রিকেটার অজয় জাদেজা ক্যারিবীয়ান এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন।

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে খেলেছে কলকাতা।

সে ম্যাচের আগেই কলকাতার ক্যারিবীয়ান তারকার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন জাদেজা। এক টিভি শোতে সে সময় জাদেজার সঙ্গী ছিলেন হারশা ভোগলেও।

শোতে বিশেষজ্ঞরা দল বানাচ্ছিলেন। সেখানে জাদেজাকে প্রশ্ন করা হয়, আপনার পছন্দের স্পিনার কে হবে? উত্তরে জাদেজা হাসতে হাসতে বলেন, ‘সুনীল নারাইন। যদি তাকে এভাবে অবৈধ অ্যাকশনের বোলিং করতে দেওয়া হয়। কেন, হায়দ্রাবাদ ম্যাচে নারাইনের প্রথম দু’টো ডেলিভারির কথা মনে নেই?’

২০১৫ সালের নভেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইনকে। পরে অ্যাকশন শুধরে ফিরে আসেন তিনি। এবারের আইপিএলে ওপেনার হিসেবে নয়টি ম্যাচ খেলেছেন নারাইন, যেখানে তার ব্যাট থেকে রান এসেছে ১৪৬।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ২০ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।