[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৭ আষাঢ় ১৪২৫, ২১ জুন ২০১৮

bangla news

মৌসুমের প্রথম 'ডার্বি' শেখ জামালের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৮:৪৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বছরের বলেন আর মৌসুমের প্রথম 'ডার্বিটা' জিতে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল। শেখ রাসেলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে যোসেফের শিষ্যরা।

ফলে, ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছালো শেখ জামাল। অন্যদিকে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে পা রেখেছে শেখ রাসেল। 

কোয়ার্টার ফাইনালে 'সি' গ্রুপের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পাচ্ছে শেখ জামাল। অন্যদিকে একই গ্রুপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শেখ রাসেল।

পুরো ম্যাচেই সেই উত্তেজনার আঁচ পাওয়া গেল। গোল শূন্য। গ্রুপ চ্যাম্পিয়ন বের করতে তাই নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৪-১ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় নাইজেরিয়ান কোচ যোসেফের শিষ্যরা। 

এর আগে 'বি' গ্রপের দুই দলেরই নিজেদের প্রথম ম্যাচে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জকে। এরপরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শুক্রবার (১৯ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নামে দু’দল। 

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa