ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ফাইনালের মিশনে মাঠে নামছে মুম্বাই-কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ফাইনালের মিশনে মাঠে নামছে মুম্বাই-কলকাতা আইপিএলের ফাইনালের মিশনে মাঠে নামছে মুম্বাই-কলকাতা/ছবি: সংগৃহীত

আইপিএলের ফাইনাল নিশ্চিতের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি দু্ই সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইতিহাস মুম্বাইয়ের পক্ষে। ছন্দে কলকাতা। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ার উপভোগ করবেন দর্শকরা।

শুক্রবার (১৯ মে) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে। হায়দ্রাবাদে ২১ মে’র শিরোপা লড়াইয়ে রাইজিং পুনে সুপাজায়ান্টের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে সেটিই এখন দেখার অপেক্ষা!

প্রথম কোয়ালিফায়ারে পুনের কাছে হেরেই সরাসরি ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা মুম্বাই।

অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারের ভেন্যু বেঙ্গালুরুতে বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে মাঠ ছাড়ে কেকেআর। গৌতম গম্ভীরের ব্যাটে (১৯ বলে ৩২ অপ.) ভর করে তিন উইকেট হারিয়ে চার বল হাতে রেখে ৪৮ রানের টার্গেট (ছয় ওভার) টপকে যায় কলকাতা।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পরিষ্কার ফেভারিট মুম্বাই। ২০ বারের দেখায় ১৫ ম্যাচেই হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। এ মৌসুমের দুই ম্যাচেই হেরে গেছে গম্ভীরের দল। এবার নকআউট ম্যাচের চ্যালেঞ্জ।

টুর্নামেন্টে দুর্দান্ত শুরুর পর দলীয় পারফরম্যান্সের ঘাটতি মুম্বাইয়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে! প্রথম ১১ ম্যাচে ৯টিতেই জয় পেলেও শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে যায় তারা। ফাইনালে উঠতে হলে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। পুনে ম্যাচে বাদ পড়া অভিজ্ঞ হরভজন সিংয়ের একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন করণ শর্মা।

কলকাতার মাথাব্যথার কারণ মিডলঅর্ডারের সমস্যা। হায়দ্রাবাদের বিপক্ষে ছয় ওভারে সহজ লক্ষ্য টপকাতেই তাদের তিনটি উইকেটের পতন ঘটে। তার ওপর সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ছিটকে পড়া মানিশ পান্ডের অনুপস্থিতি তো থাকছেই। চিন্নাস্বামীর স্লো-উইকেটে কুলদিপ যাদবকে দলে ফেরাতে পারে টিম ম্যানেজমেন্ট, যিনি এ মৌসুমে দলের সবচেয়ে সফল স্পিনার। ইশাঙ্ক জাগ্গি অথবা সুরিয়াকুমার যাদব একাদশের বাইরে চলে যেতে পারেন।

এদিকে, গত সপ্তাহ থেকে প্রচুর বৃষ্টি দেখেছে বেঙ্গালুরু। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাসের ব্যতিক্রম নেই। দু’দলই নিশ্চিতভাবে আবহাওয়ার দিকে চোখ রাখবে। টস হয়ে উঠতে পারে মহাগুরুত্বপূর্ণ।

মুম্বাই একাদশ (সম্ভাব্য): পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), লেন্ডল সিমন্স, রোহিত শর্মা (অধিনায়ক), আম্বাতি রাইডু, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডে, হার্দিক পান্ডে, হরভজন সিং, মিচেল ম্যাকক্লেনাগান, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ।

কলকাতা একাদশ (সম্ভাব্য): সুনীল নারাইন, ক্রিস লিন, গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), ইউসুফ পাঠান, ইশাঙ্ক জাগ্গি, সুরিয়াকুমার যাদব / কুলদিপ যাদব, পিয়ুশ চাওলা, নাথান কোল্টার নাইল, উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।