ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ম্যানইউর বর্ষসেরা হেরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ম্যানইউর বর্ষসেরা হেরেরা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে আন্দের হেরেরা (ডানে), সঙ্গে গতবারের বিজয়ী ডেভিড ডি গিয়া/ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আন্দের হেরেরা। ক্লাব সতীর্থ অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া ও জ্লাতান ইব্রাহিমোভিচকে টপকে সেরার আসনে বসেন ২৭ বছর বয়সী এ স্প্যানিশ মিডফিল্ডার।

সমর্থকদের ভোটে মৌসুমের সেরা খেলোয়াড় বাছাই করা হয়। ২৪২টি ভোট পেয়ে মযার্দাপূর্ণ একক ট্রফিটি নিজের করে নেন হেরেরা।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডর তারকা ভ্যালেন্সিয়া। দু’জনের ভোটের পার্থক্য মাত্র ২০। দুর্দান্ত মৌসুমের পরও খালি হাতে থাকেন ইব্রাহিমোভি। ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে সুইডিশ আইকন।

টানা দ্বিতীয়বারের মতো ম্যানইউর বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন স্প্যানিশ ফুটবলার। গতবার ‘স্যার ম্যাট বাজবি প্লেয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডটি জেতেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ক্লাবের শীর্ষ পুরস্কার জিততে না পারলেও ‘প্লেয়ারস প্লেয়ার অব দ্য সিজন’ অ্যাওয়ার্ডে ভূষিত হন রাইটব্যাক ভ্যালেন্সিয়া।

মৌসুমের সেরা গোলের পুরস্কার জিতেছেন ‍আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ এমখিতারিয়ান। সেরা রিজার্ভ খেলোয়াড় তরুণ ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে। অন্যদিকে, কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে যুব দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ১৬ বছর বয়সী অ্যাঞ্জেল গোমেজ।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।