ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টি-২০ ব্ল্যাস্টে ফিরছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
টি-২০ ব্ল্যাস্টে ফিরছেন আফ্রিদি টি-২০ ব্ল্যাস্টে ফিরছেন আফ্রিদি-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর ন্যাটওয়েস্ট টি-২০ ব্ল্যাস্টে হ্যাম্পশায়ারের হয়ে ফিরছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ২০১৬ মৌসুমে দলটির হয়ে খেললেও বাজে পারর্ফম করেছে হ্যাম্পশায়ার।

গতবার খারাপ খেলে সাউথ গ্রুপে নিচের থেকে দ্বিতীয় হয়েছিল হ্যাম্পশায়ার। যেখানে ১২ ম্যাচে আফ্রিদি নয়টি উইকেট পেয়েছিলেন।

তবে তিনিই ছিলেন দলের সবচেয়ে কম খরুচে বোলার।

আফ্রিদি প্রসঙ্গে হ্যাম্পশায়ারের ডিরেক্টর জাইলস হোয়াইট বলেন, ‘সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আর আমি মনে করি তার দুর্দান্ত প্রতিভা দলের কাজে আসবে। ’

সর্বশেষ আফ্রিদি প্রতিযোগিতামূলক ক্রিকেটে পিএসএলে খেলেন। যেখান তার দল পেশোয়ার জালমির হয়ে তিনি ১৭৩.৫২ স্ট্রাইক রেটে ১৭৭ রান করেছিলেন। তবে উইকেট পেয়েছিলেন মাত্র দুটি। কিন্তু ইনজুরির কারণে লাহোরে অনুষ্ঠিত ফাইনালে খেলতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।