ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

তারকাসমৃদ্ধ ফ্রান্স দলে এমবাপ্পে, ব্রাত্য বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
তারকাসমৃদ্ধ ফ্রান্স দলে এমবাপ্পে, ব্রাত্য বেনজেমা তারকাসমৃদ্ধ ফ্রান্স দলে এমবাপ্পে, ব্রাত্য বেনজেমা/ছবি: সংগৃহীত

ফ্রান্সের পরবর্তী তিন ম্যাচের তারকাসমৃদ্ধ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন উঠতি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে। ব্রাত্যই থাকলেন করিম বেনজেমা। জাতীয় দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ২০১৫ সালের ডিসেম্বর থেকেই ফ্রান্স দলের বাইরে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। মিস করেন ঘরের মাটিতে অনুষ্ঠিত ২০১৬ ইউরো।

আগামী জুনে প্যারাগুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। অন্যদিকে, ৯ জুন বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের মাঠে নামবে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ছয় টিমের ‘এ’ গ্রুপে পাঁচ ম্যাচ শেষে ৪ জয় ও ১ ড্রয়ে শীর্ষে অবস্থান করছে ৯৮’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

গত মার্চে লুক্সেমবার্গ ও স্পেনের বিপক্ষে দু’টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা উদীয়মান এমবাপ্পেকে দলে রেখেছেন দেশম। দীর্ঘ ১৭ বছর পর মোনাকোর ফ্রেঞ্চ লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ১৮ বছর বয়সী এ স্ট্রাইকার। জেতেন লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

ফ্রান্স স্কোয়াড:‍

গোলরক্ষক: হুগো লরিস, বেনোইত কস্তিল, আলফোনসে অ্যারিওলা।

ডিফেন্ডার: লরিয়েন্ত কোসিয়েলনি, রাফায়েল ভারান, লুকাস ডিগনি, ক্রিস্টফ জ্যালেত, ডিজিভরিল সিডাইব, স্যামুয়েল উমতিতি, কার্ট জুমা, বেঞ্জামিন মেন্ডি, প্রেসনেল কিম্পেম্বে।

মিডফিল্ডার: ব্লেইস মাতুইদি, মুসা সিসোকো, পল পগবা, এন’গোলো কান্তে, আদ্রিয়েন রাবিয়ট, কোরেন্তিন তুলিস্কো।

ফরোয়ার্ড: থমাস লিমার, অলিভার জিরুদ, অ্যান্তোনি গ্রিজম্যান, দিমিত্রি পায়েত, আলেক্সান্দ্রে লাকাজেত্তে, ওসামা ডেম্বেলে, কাইলিয়ান এমবাপ্পে, ফ্লোরিয়ান থাউভিন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।