ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

টেনিস

সেই বুচার্ডের কাছেই হারের লজ্জায় শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, মে ৯, ২০১৭
সেই বুচার্ডের কাছেই হারের লজ্জায় শারাপোভা সেই বুচার্ডের কাছেই হারের লজ্জায় শারাপোভা/ছবি: সংগৃহীত

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে ফেরা মারিয়া শারাপোভাকে ‘প্রতারক’ বলে আলোচনায় আসেন ইউজেনি বুচার্ড। দু’জনের কোর্টের লড়াই ঘিরে তাই সবার মাঝে ছিল বাড়তি আগ্রহ। কিন্তু, সমালোচক কানাডিয়ান তরুণীর কাছে হারের লজ্জায় ডুবেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছেন শারাপোভা। জুলাইয়ের উইম্বলডনে খেলার লক্ষ্যে বড় এক ধাক্কাই খেলেন রাশিয়ান গ্ল্যামারগার্ল।

কোয়ালিফাইং নিশ্চিতে আসন্ন ইতালিয়ান ওপেনে এক রাউন্ডে জয়ের বিকল্প নেই। অন্যথায় বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের জন্য তার ‘ওয়াল্ডকার্ড’ প্রয়োজন হবে।

...ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) ইভেন্টটিতে প্রথম সেটে দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। ৭-৫ গেমের জয়ে লিড নেন ২৩ বছর বয়সী বুচার্ড। দ্বিতীয় সেটেই (৬-২) দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেন শারাপোভা। কিন্তু, মান রক্ষার ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে সমর্থকদের হতাশই করেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী। হেরে যান ৬-৪ গেমে।

চলতি মাসেই ফ্রেঞ্চ ওপেনের (২৮ মে শুরু) পর্দা উঠবে। ক্লে-কোর্টের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলার জন্য ওয়ার্ল্ডকার্ডের অপেক্ষায় ত্রিশ বছর বয়সী শারাপোভা। সরাসরি উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন। গত মাসে স্টুটগার্ট ওপেনের ফাইনালে উঠলেই (সেমিতে হেরে যান) ফ্রেঞ্চ ওপেনের টিকিট পেয়ে যেতেন।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।