ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

৬ মাস ম্যাচ ফি পান না কোহলিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
৬ মাস ম্যাচ ফি পান না কোহলিরা ছবি: সংগৃহীত

গত ৬ মাস ধরে ম্যাচ ফি পাননি ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলির দল এই মৌসুমে ১৩টি টেস্ট খেললেও তাদের ম্যাচ ফি বাকি রয়েছে। এমনটি জানিয়েছেন ভারতের জাতীয় দলের নিয়মিত এক ক্রিকেটার।

তবে, নাম গোপন রেখে এই ক্রিকেটার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোর্ড এবং দলের এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন।

নাম প্রকাশ না করা এই ক্রিকেটার জানান, ‘টেস্ট দলের সদস্যরা প্রত্যেকে ১৫ লাখ ভারতীয় রুপি আয় করলেও যারা স্কোয়াডের বাইরে থাকেন তারা পান ৭ লাখ ভারতীয় রুপি।

আগে প্রতিটি টেস্ট সিরিজ শেষ হওয়ার ১৫ দিন থেকে এক মাসের মধ্যে ম্যাচ ফি দিয়ে দেওয়া হতো। কিন্তু, আমি জানি না কেন এই মৌসুমে এতো দেরি করা হচ্ছে। ’

ভারতীয় নারী দলের প্রত্যেক সদস্য প্রতিটি সিরিজ শেষে ১ লাখ ভারতীয় রুপি করে পেতেন। তাদেরও ৬ মাস পেরিয়ে গেলেও কোনো পাওনা মেটানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।