ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

হারের বৃত্ত ভাঙতে মরিয়া কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
হারের বৃত্ত ভাঙতে মরিয়া কোহলি হারের বৃত্ত ভাঙতে মরিয়া কোহলি (ডানে)/ছবি: সংগৃহীত

গতবারের রানার্সআপরা এবার ধুঁকছে! আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর করুণ দশা! টুর্নামেন্টে টিকে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হারের বৃত্ত থেকে বেরিয়া আসতে মরিয়া অধিনায়ক বিরাট কোহলি। দলের কাছ থেকে পজিটিভ ক্রিকেট চান ভারতীয় ব্যাটিং জিনিয়াস।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৯ রানে অলআউট হওয়ার পর সবশেষ ম্যাচে ঘরের মাঠেই গুজরাট লায়ন্সের কাছে অসহায় আত্মসমর্পণ করে বেঙ্গালুরু। এর মাঝে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

প্লে-অফ রাউন্ডের লক্ষ্যে শীর্ষ চারে থাকতে হলে কোহলিদের সামনে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। হাতে আর পাঁচটি ম্যাচ বাকি। আট দলের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ২ জয়ে মাত্র ৫ পয়েন্ট (পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট) নিয়ে সাত নম্বরে অবস্থান করছে আরসিবি।

পজিটিভ ক্রিকেট খেলতে না পারাটাকে দায়ী করছেন কোহলি। ২-৩ জন খেলোয়াড় প্রতিবার নিজেদের সেরাটা দিতে পারবে না বলেও মনে করিয়ে দেন বেঙ্গালুরু দলপতি। পরবর্তী ম্যাচে স্বাগতিক রাইজিং পুনে সুপারজায়ান্টের মুখোমুখি হবে বেঙ্গালুরু। শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।

দলের ব্যর্থতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কোহলি, ‘ম্যাচ হেরে যাওয়া মোটেও সহজ নয়। আমাদের পারফরম্যান্সে উন্নতি একান্ত প্রয়োজন। লক্ষ্য নিয়ে খেলবে হবে। আমরা এটি ব্যাটিং দিয়ে চেষ্টা করেছি। এ অবস্থা (হারের বৃত্ত) থেকে বেরিয়ে আসতে একমাত্র উপায় পজিটিভ ক্রিকেট খেলা। ’

‘আমরা টিমের ওপর অনেক চাপ তৈরি করেছি। এককভাবে প্রত্যেকের ঘুরে দাঁড়ানো দরকার ও দায়িত্ব নিতে হবে। সবসময় দুই-তিনজন খেলোয়াড়ই পারফর্ম করবে না। ’-যোগ করেন কোহলি।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।