ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বিকেএসপি-ঢাকার সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বিকেএসপি-ঢাকার সহজ জয় বিকেএসপি-ঢাকার সহজ জয়

অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ভিন্ন দুটি ম্যাচে মাঠে নেমেছিল চারটি দল। রাজশাহীর বিপক্ষে দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি। আর দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরকে হারিয়েছে ঢাকা দল।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে নামে রাজশাহী-বিকেএসপি। ম্যাচে বিকেএসপি ৫-২ গোলে হারিয়ে দেয় রাজশাহীকে।

বিকেএসপির হয়ে মিরাজ হোসেন দুটি গোল করেন। ফাহিম মোরশেদ, বোরহান উদ্দিন আর মেরাজুল ইসলাম একটি করে গোল করেন।

রাজশাহীর হয়ে মুমিন আলি এবং মোহাম্মদ সামাবুদ্দিন একটি করে গোলের দেখা পান।

দিনের অপর ম্যাচে বিকেল সাড়ে ৪টায় রংপুরকে ২-০ গোলে হারায় ঢাকা অনূর্ধ্ব-১৮ দল। জয়ী দলের হয়ে দুটি গোলই করেন সাইফ শাহরিয়ার। ম্যাচের ৩২ ও ৬৬ মিনিটে গোল দুটি করেন তিনি।

আগামীকাল গ্রুপপর্বের শেষদিনে চট্টগ্রাম জেলা মুখোমুখি হবে বরিশাল জেলার। আর সাতক্ষীরা জেলা লড়বে সিলেটের বিপক্ষে। শুক্রবার পর্যন্ত (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে যাবে।

৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। তিনদিন বিরতি দিয়ে ৪ মে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল।

প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে রয়েছে রাজশাহী জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), রংপুর জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল ও ঢাকা জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। ‘বি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল, বরিশাল জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল, সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল ও সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ ফুটবল দল।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।