ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

খেলোয়াড় নিবন্ধন করলো শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
খেলোয়াড় নিবন্ধন করলো শেখ রাসেল ছবি: সংগৃহীত

সময় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়ার। দেশের শীর্ষ ক্লাবগুলো তাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করার শেষ পর্যায়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার অন্যতম দাবীদার হিসেবে খেলোয়াড় নিবন্ধন শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

২০১২-১৩ মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছিল বাংলার অল ব্লুজরা। এরপরের দুই মৌসুম অবশ্য কোনো ট্রফি জিততে পারেনি দলটি।

২০১৭-১৮ ফুটবল মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় নিবন্ধন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেখ রাসেল ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে এদিন আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় নিবন্ধন করেছে দেশের আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান।

পেশাদার লিগের শিরোপা পুনরুদ্ধারে শেখ রাসেল নামকরা দেশী ফুটবলারদের নিয়ে মোট ২৮ জনের নাম নিবন্ধন করেছে। ফুটবলাররা আত্মবিশ্বাসী ২০১২-১৩ মৌসুমের ট্রেবল জয়ের আনন্দ ফিরিয়ে আনতে।

.শেখ রাসেলের ফুটবলার
বিপ্লব ভট্টাচার্য, জিয়াউর রহমান, মাকসুদুর রহমান (গোলরক্ষক), আতিকুর রহমান মিশু, মোনায়েম খান রাজু, শহিদুল ইসলাম শহীদ, রুমন হোসেন, ফজলে রাব্বি, সবুজ বিশ্বাস, আলমগীর কবির রানা, রাশেদুল আলম মনি, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, খালেকুজ্জামান, জুলফিকার, কাওসার আলি রাব্বি, মেহেবুব হাসান নয়ন, মোবারক হোসেন ভূঁইয়া, রাসেল মিয়া, আমিনুর রহমান, অরুপ কুমার বৈদ্য, উত্তম কুমার বনিক ও ফরহাদুজ্জামান বাবু।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।