ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

৮০০ প্রতিযোগীর তায়কোয়ানডো প্রতিযোগিতা সমাপ্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
৮০০ প্রতিযোগীর তায়কোয়ানডো প্রতিযোগিতা সমাপ্ত ছবি: সংগৃহীত

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ওয়ালটন জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৭’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

প্রতিযোগিতার জুনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। জুনিয়র মহিলা বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার উদয়ন স্কুল এন্ড কলেজ ও গাজীপুরের রানী বিলাস বালিকা উচ্চ বিদ্যালয়।

জুনিয়র পুরুষ বিভাগে প্রথম রানার্স-আপ হয়েছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছে যৌথভাবে বান্দরবন জেলার বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কুমিল্লা জেলার কুমিল্লা মডার্ন হাই স্কুল। জুনিয়র মহিলা বিভাগে প্রথম রানার্স-আপ হয়েছে ঢাকার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বারিধারা শাখা  ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা।

প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগোরির পদকজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্যরা।

ওয়ালটন জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা পুরুষ ও মহিলা বিভাগে মোট ২০টি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত হয়। মহিলা ও পুরুষ বিভাগের ওজন শ্রেণিগুলো ছিল -৩৩ কেজি, -৩৫ কেজি, -৪০ কেজি, -৪৫ কেজি, -৫০ কেজি, -৫৫ কেজি, -৬০ কেজি, -৬৫ কেজি, -৭০ কেজি ও ৭০+ কেজি। প্রতিযোগিতায় মোট ৮০০ জন প্রতিযোগী অংশ নেয়। তার মধ্যে পুরুষ খেলোয়াড় ছিল ৩৫০ জন। আর নারী খেলোয়াড় ছিল ৪৫০ জন।  

ঢাকা, বান্দরবন, সিলেট, গাজীপুর, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ব্রাক্ষ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার স্কুল ও কলেজ প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।