ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

যুক্তরাষ্ট্রে সবচেয়ে দামি ফুটবলার কাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
যুক্তরাষ্ট্রে সবচেয়ে দামি ফুটবলার কাকা যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে সবচেয়ে দামি ফুটবলার কাকা/ছবি: সংগৃহীত

গত ২২ এপ্রিল ৩৫-এ পা রাখেন ব্রাজিলিয়ান তারকা কাকা। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) লিগে অরল্যান্ডো সিটির হয়ে। আমেরিকার ক্লাব ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখেছেন সাবেক ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

এমএলএস টুর্নামেন্টে টানা তৃতীয় মৌসুম সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার কাকা। তার সাপ্তাহিক বেতন ১ লাখ ৮ হাজার পাউন্ড।

বছরে ৫.৬ মিলিয়ন পাউন্ড আয় করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও এসি মিলান মিডফিল্ডার।

এ তালিকায় দ্বিতীয় স্থানে টরন্টোর হয়ে খেলা সেবাস্তিয়ান জিওভিনকো। ৫.৫ মিলিয়ন পাউন্ড উপার্জনে কাকার কাছাকাছি অবস্থানে ইতালিয়ান ফরোয়ার্ড। সেবাস্তিয়ানের ক্লাব সতীর্থ আমেরিকান মিডফিল্ডার মাইকেল ব্র্যাডলি ৫.১ মিলিয়ন পকেটে পুরেন।

এর পরেই রয়েছেন নিউইয়র্ক সিটি জুটি আন্দ্রে পিরলো ও সাবেক বার্সেলোনা স্ট্রাইকার ডেভিড ভিয়া। ইতালিয়ান আইকন উপার্জন করেন ৪.৬ মিলিয়ন। স্প্যানিশ তারকা পান ৪.৪ মিলিয়ন। এদিকে, গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়া জার্মান কিংবদন্তি বাস্তিয়ান শোয়েনস্টাইগার শীর্ষ দশে রয়েছেন। তার বার্ষিক আয় ৪.২ মিলিয়ন পাউন্ড। অবস্থান সপ্তম।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।