ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

প্রিমিয়ার লিগে মুমিনুলের ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
প্রিমিয়ার লিগে মুমিনুলের ঝড়ো সেঞ্চুরি মুমিনুল হক/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৫২ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন বাংলাদেশ দলের এ প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান।

বুধবার (২৬ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম দোলেশ্বর দলপতি ফরহাদ রেজা। ৯ রানের মধ্যে দুই ওপেনার আনামুল হক (৩) ও জহুরুল ইসলামকে (২) হারিয়ে চাপের মুখেই পড়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সেখান থেকেই দলকে টেনে তোলেন মুমিনুল। যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নাসির হোসেন। দু’জনের তৃতীয় উইকেট জুটিতে আসে ১৫৩। ৬৪ রান করে ফেরেন নাসির। ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল (৫৪) অর্ধশতক হাঁকান। নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩০৭।

লিস্ট ‘এ’ ক্রিকেটে মুমিনুলের এটি তৃতীয় শতক। ৪২তম ওভারে ফরহাদের বলে আব্দুল মজিদের তালুবন্দি হন। আউট হওয়ার আগে তার ১২০ বলের ঝড়ো ইনিংসটিতে ছিল ১৬টি চার ও ৬টি ছক্কার মার।

শিরোপা লড়াইয়েও দুর্দান্ত গতিতে ছুটছে নাসির-মুমিনুলের দল। আগের তিনটি ম্যাচেই জিতে উড়ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।