ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ক্রিকেট ফিরছে মিরপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ক্রিকেট ফিরছে মিরপুরে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ক্রিকেট ফিরছে মিরপুরে/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে এ বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। আর এই অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই প্রায় এক বছর পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বলে জানিয়েছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

মিরপুর হোম অব ক্রিকেটে সবশেষ আন্তর্জাতিক সিরিজ গড়িয়েছিল গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে।

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে সুজন বলেন, ‘সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে।

সিডিউল অনুযায়ী আগামী কোরবানি ঈদের আগে একটি টেস্ট ম্যাচ ও পরে হবে অপরটি। আমরা টার্গেট রেখেছি আগামী জুলাইয়ে পাকিস্তানের যে নির্ধারিত সফর রয়েছে সেটি দিয়েই মিরপুরে সিরিজ আয়োজনের ব্যবস্থা করবো। যদি সেটা সম্ভব না হয় অস্ট্রেলিয়া সফর দিয়েই এখানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ (সংস্কারের পর) শুরু হবে। ’

বছরের শুরু থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস বিভাগের তথ্য মতে, আসছে জুলাই নাগাদ শেষ হবে সংস্কার কাজের অর্ধেক কাজ।

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)আর বাদবাকি কাজ শেষ হবে আগস্টে। তাহলে তো প্রশ্ন থেকেই যায় জুলাইয়ে অনুষ্ঠেয় পাকিস্তান সিরিজের ভেন্যু কোনটা? উত্তরে সুজন বললেন, ‘ম্যাচের সূচি ও ভেন্যু আমাদের বোর্ড সভায় চূড়ান্ত হয়ে থাকে। আগামী ২২ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদের সভা নির্ধারিত আছে। সেই সভাতেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জুলাইয়ের মধ্যে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হলে ফতুল্লা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে পাকিস্তান সিরিজের ম্যাচগুলো। সঙ্গে সিলেট স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।