ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বলের আঘাতে ৪র্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বলের আঘাতে ৪র্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু ...

ক্রিকেট বলের আঘাতে আরও একটি দুর্ঘটনার ঘটনা ঘটলো। এবার চতুর্থ শ্রেণীর এক ছাত্রের বলের আঘাতে স্পটেই মৃত্যু হয়। ঘটনাটি ভারতের অন্ধ প্রদেশের গানতুর জেলার কোনদুবোতলাভারিপালেম গ্রামে ঘটেছে। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে খবরটি জানা যায়।

গত বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হওয়া বালকের নাম লিলাধর। ঘটনার সময় লিলাধর ও তার বন্ধুরা জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় মাঠে খেলছিল।

তার এক বন্ধু জানায় বল গিয়ে লিলাধরের কপালে আঘাত করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে বন্ধুরা বুঝতে পারে লিলাধর নিঃশ্বাস নিচ্ছে না। সঙ্গে সঙ্গে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত ডাক্তার জানায়, লিলাধরকে মৃত অবস্থায় আনা হয়েছে।  

ডাক্তার আরও জানায়, বল গিয়ে মস্তিষ্কে আঘাত করায় নিঃশ্বাস বন্ধ হয়ে লিলাধর মারা যায়। লিলাধর কোথারানকা ভেনকাটেসেনের ছোট ছেলে। ভেনকাটেসেন একজন ছোট ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।