ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

শীর্ষে টিম ইন্ডিয়া, ৯-এ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
শীর্ষে টিম ইন্ডিয়া, ৯-এ বাংলাদেশ ছবি: সংগৃহীত

সিরিজ জয়ের সঙ্গে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকলো টিম ইন্ডিয়া। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি প্রকাশিত সবশেষ টেস্ট র‌্যাংকিংয়ের তালিকায় বাংলাদেশকে থাকতে হচ্ছে নয় নম্বরে।

বলা চলে সময়টা ভালোই যাচ্ছে ভারতীয় টেস্ট দলের। ধর্মশালা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট হাতে রেখেই জিতেছে বিরাট কোহলির ভারত।

সঙ্গে চার ম্যাচ টেস্ট সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষে র‌্যাংকিংয়ের সর্বশেষ তালিকা প্রকাশ করে আইসিসি।

সেখানে সর্বোচ্চ ১২২ রেটিং পয়েন্ট নিয়ে কোহলির ভারত এক নম্বরে। দুইয়ে ১০৮ রেটিং প্রাপ্ত স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। তিন নম্বরে রয়েছে ১০৭ রেটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা। আর চার নম্বরে ১০১ রেটিং নিয়ে আছে ইংল্যান্ড।

১০০’র নিচে ৯৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নিউজিল্যান্ড। ৯৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করা শ্রীলঙ্কা রয়েছে সাত নম্বরে, তাদের পয়েন্ট ৯০। আটে রয়েছে ৬৯ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ।

নয় নম্বরে থাকা টাইগারদের রেটিংয়ে উন্নতি হয়েছে। লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে জয় পাওয়ায় মুশফিক বাহিনীর বর্তমান রেটিং ৬৬, অবস্থান অবশ্য আগের নয় নম্বরেই। ৫ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।