ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মায়ের দোয়া নিয়ে খেলতে নামেন মোসাদ্দেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
মায়ের দোয়া নিয়ে খেলতে নামেন মোসাদ্দেক মোসাদ্দেক হোসেনের ‘মা’ হোসনে আরা বেগম। ছবি- বাংলানিউজ

ময়মনসিংহ: পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেষ্টে অসাধারণ হাফ সেঞ্চুরির পর আবারও প্রতিভার স্বাক্ষর রেখেছেন ময়মনসিংহের ছেলে মোসাদ্দেক হোসেন।

ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডেতে শেষ সময়ে ক্রিজে এসে ৯ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন বাবা-মার প্রিয় সৈকত।

শনিবার (২৫ মার্চ) ম্যাচ শুরুর আগে মা হোসনে আরা বেগমের (৪৫) দোয়া নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের নতুন এ সেনসেশন।

সবে ২০ বছর বয়সী মোসাদ্দেক শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচেও আলো ছড়িয়েছিলেন।

প্রথম ওয়ানডে শুরুর আগে টাইগার টিম মাঠে যাওয়ার পূর্বে মা হোসনে আরা বেগমকে ফোন করেন মোসাদ্দেক। শনিবার দিনগত রাতে বাংলানিউজকে মোবাইলে তার মা বলেন, ‘মোসাদ্দেক ফোন করে বলেছে মা মাঠে যাচ্ছি। দোয়া করো। যেন ভালো খেলতে পারি। বাংলাদেশ যেন জিততে পারে’।

মোসাদ্দেকের মা আরও বলেন, ‘কথা বলার সময় মোসাদ্দেককে খুবই আত্মপ্রত্যয়ী মনে হচ্ছিল। ও সবসময় আত্মবিশ্বাস নিয়েই খেলে। দলের প্রয়োজনের সময়ে ওর এ ধরনের ঝড়ো ইনিংসে আমি খুশি। পরের ম্যাচগুলোতেও সৈকত আরও ভালো করবে’।

২০১৩-১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সৈকতের। এরপর ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়েছেন। তার অফ স্পিনও বেশ কার্যকর।

এদিন বোলিংয়ে সাফল্য না পেলেও সাকিবের বলে লঙ্কান তারকা গুণারত্নের দুর্দান্ত ক্যাচ ধরেছেন তিনি।

মোসাদ্দেকের দুই যমজ ছোট ভাই মোসাব্বেক হোসেন সান ও মোসাব্বের হোসেন মুন।

বড় ভাইয়ের ব্যাটিংয়ে সন্তুষ্ট মোসাব্বের হোসেন মুন বাংলানিউজকে বলেন, ‘আমার ভাই ভালো ব্যাটিং করে দলের জয়ে ভূমিকা রাখতে পেরেছে। এটা একই সঙ্গে সম্মান ও গর্বের’।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এমএএএম/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।