ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

নতুন বক্সারদের নিয়ে শুরু প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
নতুন বক্সারদের নিয়ে শুরু প্রতিযোগিতা নতুন বক্সারদের নিয়ে শুরু প্রতিযোগিতা

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের আয়োজনে ও ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় শনিবার (২৫ মার্চ) থেকে শুরু হয়েছে ‘মার্সেল স্বাধীনতা দিবস বক্সিং প্রতিযোগিতা-২০১৭’।

মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের ওজন গ্রহণ ও বাছাই করার মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা।

আগামীকাল সকাল থেকে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা।

তার আগে শনিবার সকালে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ এ্যমেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খানসহ অন্যান্যরা।  

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন, ‘ওয়ালটন স্বাধীনতা দিবস বক্সিং প্রতিযোগিতায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া কোনো সিনিয়র খেলোয়াড় অংশ নিচ্ছে না। এটা সম্পূর্ণ নতুনদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট। আশা করছি এর মাধ্যমে আমরা ভালো কিছু বক্সার বের করতে পারব। ওয়ালটন গ্রুপ এই প্রতিযোগিতায় তাদের পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। ’

সংবাদ সম্মেলনে জানানো হয় মার্সেল স্বাধীনতা দিবস বক্সিংয়ে জুনিয়র ৩টি ওজন শ্রেণিতে (৪৯, ৫২ ও ৫৬ কেজি), সিনিয়র ৫টি ওজন শ্রেণিতে (৪৯, ৫২, ৫৬, ৬০ ও ৬৪) এবং মহিলা গ্রুপে ২টি ওজন শ্রেণিতে (৪২ ও ৪৬ কেজি)। প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিকেএসপি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকাস্থ বিভিন্ন বক্সিং ক্লাবের বক্সাররা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।